গজারিয়া উপজেলা সড়কের (ভবেরচর-রসুলপুর) লক্ষ্মীপুরা মোড় এলাকায় সিএনজি ছিনতাইয়ে বাধায় দেওয়ায় শাওন(২১) নামে এক সিএনজি অটোরিকশার চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে ছিনতাই কারীরা। আহত শাওন লক্ষ্মীপুরা গ্রামের মানিক মিয়ার ছেলে।
আহত সিএনজি অটোরিকশার চালক শাওন জানায়, ভোর পাঁচটার দিকে সিএনজি নিয়ে ভবেরচর বাস স্ট্যান্ডে যাওয়ার পথে লক্ষ্মীপুরা মোড় এলাকায় কয়েকজন ছিনতাইকারী কৌশলে তাকে সিএনজি থেকে নামিয়ে সিএনজিটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার আত্নচিৎকারে লোকজন ছুটে আসতে দেখে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।