মুন্সিগঞ্জ, ৬ জানুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউপি ভোটের দিন ৬টি শটগান, ৫৫ রাউন্ড গুলি, ১০ রাউন্ড সিসা, একটি চাপাতি ও ২টি ডিবি পুলিশের পোশাক সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হোসেন্দি ইউনিয়নের হোসেন্দি সেতুর কাছ থেকে গতকাল বুধবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ- ১৫-৬৪৫৯) থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বাগেরহাট জেলার মোসলেম উদ্দিন এর ছেলে রেজাউল, গাজীপুরের আব্দুল মালেকের ছেলে শামছুল ইসলাম, বগুড়ার জসিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম, বাগেরহাটের গোলাম আলীর ছেলে আমির হোসেন এবং বগুড়ার আব্দুল হালিমের ছেলে জাহাঙ্গীর।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব এসব তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন কে একাধিকবার ফোন দিলেও তিনি গত ২৪ ঘন্টায় ফোন ধরেননি। এ ঘটনায় মামলা হয়েছে কি না তাও পুলিশের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার, ৬ জুন) সকাল ১১ টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা সম্ভব হয়নি।