৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১:০৪
গজারিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১
খবরটি শেয়ার করুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর কলেজ রোড এলাকায় পিকাপ ভ্যানের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ দুপুর ১২ টার দিকে মোঃ খাজা মিয়া নামের ঐ রিকশাচালক রিকশা নিয়ে রাস্তা পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকাপ ভ্যানের ধাক্কায় গুরতরভাবে আহত হন।গুরতর আহত অবস্থান তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোঃসাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পুলিশ ঘাতক পিকাপ ভ্যানটি আটক করেছে।

 

error: দুঃখিত!