২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:৫৩
গজারিয়ায় জাতীয় শোক দিবস পালনে শ্রমিকলীগের প্রস্তুতি সভা
খবরটি শেয়ার করুন:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে গজারিয়া উপজেলা শ্রমিকলীগ।

উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে ৯ আগষ্ট রবিবার বিকাল ৪টায় ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি এটিএম দেলোয়ার,গজারিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,উপজেলা শ্রমিকলীগে সহ-সভাপতি মোঃভাসানী,উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃইস্রাফিল, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরকার,উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মোরফিকুল ইসলাম,সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ সংগঠনটির বর্তমান ও প্রাক্তন নেতাকর্মীরা।

সভায় নেতাকর্মীরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কালো ব্যাজ ধারণ, কাঙ্গালিভোজ,ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজনসহ নানা কর্মসূচী ঘোষণা করেন।

error: দুঃখিত!