১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
গজারিয়ায় জাটকাবাহী ট্রলার ও জাটকা সহ ৪ জন আটক, কারাদণ্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী একটি ট্রলারে অভিযান চালিয়ে ৪ হাজার কেজি জাটকা উদ্ধার করেছে নৌ-পুলিশ। এসময় জাটকাবাহী ট্রলারটিও জব্দ করে গজারিয়া নৌ-পুলিশ।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, আজ শনিবার (১০এপ্রিল) সকাল ৭ টা’র দিকে টহলরত অবস্থায় সন্দেহ ভাজন একটি ট্রলারকে জাটকা সহ আটক করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ি টহল টিম। এ ঘটনায় নৌ পুলিশ ৪জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার উওর মতলব থানার ষাটনল এলাকার আলী আহাম্মদ (৬৫) জুবায়ের (১৭) আতাউর (৩০) ও সজিব (৩৫)। এর মধ্যেগজারিয়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জিয়াউল হকের ভ্রাম্যমান আদালত মৎস আইনে ৩ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ১জনকে বয়স কম বিবেচনায় ৫হাজার টাকা জরিমানা করে আসামীদের কে জেল হাজতে প্রেরণ করেন।

গজারিয়া মৎস অধিদপ্তরের সহকারি কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!