মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত জনপ্রিয় ৩ রেষ্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ।
গতকাল মঙ্গলবার (২ মার্চ) গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত চড়ুই ভাতি হাইওয়ে রেস্তোরা, জে এম আই রেস্টুরেন্ট ও মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, চড়ুই ভাতি হাইওয়ে রেস্তোরা, জে এম আই রেস্টুরেন্ট ও মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে অভিযানে দেখা যায় রান্নার কাজে নিয়োজিত কর্মীরা কেউই গ্লাভস্, মাক্স, হেয়ার নেট ব্যবহার করছে না, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছে, রান্না ঘরের ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে এবং রান্না ঘরের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর।
এছাড়া মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে বিভিন্ন খাবারে ননফুডগ্রেড রং ব্যবহার করতে দেখা যায়।
আসিফ আল আজাদ জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় চড়ুই ভাতি হাইওয়ে রেস্তোরাকে ১৫হাজার টাকা, ৫৩ ধারায় জে এম আই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও ৫৩ ধারায় মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগীতা করেন গজারিয়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর, ফারহানা খান।অভিযানে গজারিয়া থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিলো।