গজারিয়া উপজেলায় ভবানীপুর এলাকায় ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া খাস জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রামে মহাসড়কের গজারিয়া অংশে জামালদী বাসস্ট্যান্ড নামক এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীন শতাধিক পরিবার।
শুক্রবার বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করে।
এসময় মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিলের এক পর্যায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধায় মহাসড়ক থেকে সরে যেতে বাধ্য হয়।
গ্রামবাসী অভিযোগ করে জানান, উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর, নতুনচর ও চরবলাকী গ্রামের ভবানীপুর মৌজায় ৫৬ বিঘা সরকারি খাস সম্পত্তি ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেয় সরকার।
বর্তমানে বন্দোবস্ত দেওয়া এ সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে খান ব্রাদার্স গ্রুপের প্রভাবশালী এক ব্যক্তি। ভূমিহীন সংখালঘু ব্যাক্তি রমেশ (৭০) চন্দ্র জানান, ১৫ দাগে ১৩ শতাংশ জমি দখল করে ভিটে মাটি ছাড়া করেছে খান ব্রাদার্স গ্রুপের ভূমিদস্যু তোফায়েল খান। এর প্রতিবাদ করলে মিথ্যা মামলা দ্বারা হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়।
হোসেন্দী ইউনিয়নের ইউপি সদস্য মোবারক জানান গত মঙ্গলবার (৮সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড্যাভোকেট মৃনাল কান্তি দাসের কাছে দখল পাঁয়তারার ঘটনাটি অবগত করেন। ঐদিন উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দাখিল করেন।
ওই ভূমিদস্যু তোফায়েল খান গ্রামবাসীকে নানাভাবে হয়রানি ও প্রতিবাদকারীদের নানাভাবে ভয়ভীত দেখাচ্ছে। ভূমিহীন গ্রামবাসীদের তাদের জমি ফিরিয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান ।
সূত্রঃ বিক্রমপুর সংবাদ