মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর, বালুচুর ও দৌলতপুর গ্রামের ফসলী জমি রক্ষা ও সরকারী খাল দখলের বিরেুদ্ধে মানব বন্ধন করেছে কৃষকরা।
শনিবার দুপুর ১২ টায় গজারিয়ার উপজেলার বালুরচরগ্রামের মেঘনা নদীরতীরে এ মানববন্ধন কমূসূচি পালন করা হয়। এতে তিন গ্রামের প্রায় ৮ শতাধিক কৃষক অংশ নেন
মানব বন্ধনকারী জমির মালিকরা জানান, স্থানীয় ভূমি দস্যুদের সহযোগিতায় থ্রি এঙ্গেল নামক একটি বেসরকারী ডক ইয়ার্ড প্রতিষ্ঠান কৃষকদের ব্যক্তি মালিকানা ও সরকারী জমি ভরাট করে দখল করে নিয়েছে। ভরাট করা হয়েছে পুরো এলাকার কৃষি জমির পানি নামার ও জমির ফসল ট্রলার যোগে পরিবহন করার কুমুরিয়া ও বুরোচর নামের দুটি খাল। খাল দুটি ড্রেজারের মাধ্যামে বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মান করছে প্রভাবশারী এই থ্রি এঙ্গেল প্রতিষ্ঠানটি।
শুধু তাই নয় যাদের থেকে জমি কিনে নিয়েছে তাদের জমির দামও তারা পরিশোধ করেনি এমন অভিযোগও রয়েছে তাদের।