৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
গজারিয়ায় কৃষকলীগের আহবায়ক কমিটি গঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ মার্চ, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগেঞ্জের গজারিয়ায় কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (১৩মার্চ) বিকেলে গজারিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় কৃষকলীগের দিকনির্দেশনায় উপজেলা কৃষকলীগ আয়োজিত বর্ধিত সভায় গজারিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু কে আহবায়ক ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সদস্য গোলাম সেলিম কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আবুল হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন কৃষকলীগ। এই সংগঠনকে এই উপজেলায় আরোও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে আজকের এই ঘোষনা। আমার বিশ্বাস আজকের নির্বাচিত আহবায়ক কমিটি এই উপজেলায় একটি সফল সম্মেলনের মাধ্যমে কৃষকলীগকে একটা শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মদ, গজারিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূইয়া, ভবেরচর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি সরকার মানিক, ভবেরচর ইউ পি সদস্য জুলহাস মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মেম্বার সহ উপজেলা কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!