২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:২১
গজারিয়ার বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী ও ডাকাত দল বল্লা বাহিনীর সক্রিয় সদস্য আটক
খবরটি শেয়ার করুন:

গজারিয়া প্রতিনিধি:-একাধিক মাদক মামলায় পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামী গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে ১০৪ পিছ ইয়াবাসহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ। এ সময় তার দুই সহযোগী বল্লা বাহিনী ডাকাত দলের সক্রিয় সদস্য স্বপন ও রনি নামে দুই জনকে আটক করা হয়।

গজারিয়া থানার এসআই আপন কুমার মজুমদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আড়াইটার দিকে মেঘনা সেতুর উপর একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাসী করি।এ সময় মাইক্রোবাসের এক যাত্রী আমির হোসেন(৩০)এর দেহ তল্লাসী করে ১০৪ পিছ ইয়াবা পাওয়া গেলে তাকে ও তার দুই সহযোগী স্বপন(২৫), রনি(২৩)কে আটক করি।

আমির হোসেন উপজেলার আশ্রাফদী গ্রামের বলা মিয়া ছেলে তার বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে সে পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামী ।এদিকে তার সহযোগী স্বপন উপজেলার লঘুরচর গ্রামের আঃবর বেপারীর ছেলে সে এলাকার কুখ্যাত ডাকাত দল বল্লা বাহিনীর সক্রিয় সদস্য ও পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামী তার বিরোদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

গজারিয়া থানার এসআই দোহা জানান,আটককৃতদের বিরোদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

error: দুঃখিত!