১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
গজারিয়া: কে হচ্ছেন চেয়ারম্যান, আমিরুল না জিন্নাহ?
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ মে ২০২৪, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রথম ধাপে আগামীকাল বুধবার (৮ মে) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে সর্বমোট চারজন চেয়ারম্যন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দীতায় রয়েছেন আনারস প্রতীকের আমিরুল ইসলাম ও কাপ-পিরিচ প্রতীকের মনসুর আহমেদ খান জিন্নাহ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেষ মুহুর্তের হিসাব-নিকাশে বোঝা দায় কে হতে যাচ্ছেন বিজয়ী।

নির্বাচনের প্রথম দিকে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ সুবিধাজনক অবস্থানে থাকলেও শেষমুহুর্তে নানা রাজনৈতিক পক্ষ-সমর্থনের কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামও রয়েছেন ফুরফুরে মেজাজে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলায় সর্বমোট ভোটার ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন। পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৪৬ জন ও নারী ভোটার ৭১ হাজার ৩০০। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটপেপার পদ্ধতিতে ৬০টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে আতাউর রহমান নেকী লড়ছেন- চশমা প্রতীক নিয়ে, জুনায়েত হোসেন মনিরের প্রতীক তালা ও সাইফুল ইসলাম (মন্টু) প্রতিদ্বন্দিতা করছেন টিউবওয়েল প্রতীকে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাদিজা আক্তার লড়ছেন পদ্মফুল প্রতীক নিয়ে, নুসরাত জাহান মিতু হাঁস প্রতীতে, মোসা: মীনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে ও মেহেরুন নেসা উত্তরা প্রতিদ্বন্দিতা করছেন কলস প্রতীকে।

চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী হলেন- ঘোড়া প্রতীকের আবুল বাসার ও দোয়াত কলম প্রতীকের আশরাফুল ইসলাম আকাশ।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান, অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুরো উপজেলায় ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ১৪ জন ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং গজারিয়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গজারিয়া থানা পুলিশ নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া বলেন, প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা শেষ করেছেন। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহও রয়েছে। তবে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কোনো আর্থিক লেনদেন বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!