মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জ ও গজারিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দু’টি ফার্মেসি ও একটি হাসপাতালকে জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টা থেকে দুুপুর ১ টা পর্যন্ত এই অভিযানে দুইটি ফার্মেসী ও একটি হাসপাতালকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
অভিযানে নির্দেশনা দেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মাহবুবুর রহমান।
তিনি জানান, ফার্মেসীতে রেজিষ্ট্রেশন বিহীন, মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল মজুদ ও ইনভয়েস যথাযথভাবে সংরক্ষণ না করায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মা মেডিকেল হল কে ৫ হাজার ও বশির ফার্মেসী কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রাইম জেনারেল হাসপাতালে লাইসেন্স না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় গজারিয়া উপজেলা ফুড ইন্সপেক্টর ফারহানা আক্তার, গজারিয়া থানার এ এস আই সুমন মিয়া উপস্থিত ছিলেন।