৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:০১
গজারিয়ায় সাংবাদিক শাখাওয়াত সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া বাসষ্ট্যান্ড এলাকার ফরাজী মার্কেট সভাকক্ষে গতকাল রোববার বিকেলে  দৈনিক মানব জমিনের সাবেক গজারিয়া উপজেলা প্রতিনিধি, মুক্তদেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক শাখাওয়াত সরকারের প্রথম মৃত্যু বাষির্কী উপলক্ষে নিউজ পোর্টাল ‘‘গজারিয়া আলোড়ন ২৪ ডট কম’’ এর উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

স্থানীয় প্রবীণ সাংবাদিক আব্দুল আজিজ মাহ্ফুজের সভাপতিতেব, স্মরণ সভায় উপস্থিত ছিলেন সমকালের গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, নয়াদিগন্তের গজারিয়া উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল, যুগান্তরের উপজেলা প্রতিনিধি মুকবুল হোসেন, জাকির হোসেন দর্জী, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শেখ নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি ও গজারিয়া আলোড়ন ২৪ ডট কম এর সম্পাদক মো: পিয়া সরকার।  সভা শেষে প্রয়াত শাখাওয়াত সরকারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

error: দুঃখিত!