মুন্সীগঞ্জে গজারিয়া বালুয়াকান্দি ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজ এর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় বালুয়াকান্দি ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজ এর মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মো: আবুবকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশা্সক (রাজস্ব) মুন্সীগঞ্জ মো: কুদ্দস আলী সরকার, উজেলা নির্ববাহী অফিসার মাহবুবা বিলকিস, গজারিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, গজারিয়া থানা সেকেন্ড অফিসার এসআই ইয়াছিন মুন্সী, বালুয়াকান্দি ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক বশির উল্লাহ । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাবেক পরিচালক বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় মো: হাফিজ আহম্মেদ।
উক্ত অনুষ্ঠাটি সঞ্চালনা করেন স্কুল এন্ড কলেজ সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল সিকদার।
অনুষ্ঠানের ঐতিহ্যবাহী বালুয়াকান্দি ডা: আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজ এর ১৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রধান করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর মো: আবুবকর সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।