১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
গজারিয়ায় ভাইস চেয়ারম্যান হলেন সাইফুল ইসলাম মন্টু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩০ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. সাইফুল ইসলাম (মন্টু)। তার নিকটতম প্রতিদ্বন্দী তালা প্রতীকের মো. জুনায়েত হোসেন মনির পেয়েছেন ২৩ হাজার ৭৭৮ ভোট।

এছাড়া চশমা প্রতীকের আতাউর রহমান নেকী পেয়েছেন ১২ হাজার ৫৪৯ ভোট ও বই প্রতীকের মনসুর আলম পেয়েছেন ১ হাজার ১২৯ ভোট।

তফসিল অনুযায়ী, আজ বুধবার (৮ মে) প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন। যার মধ্যে পুরুষ ৭৫ হাজার ৯৪৬ জন ও নারী ৭১ হাজার ৩০০। চেয়ারম্যান পদে সর্বমোট ভোট পড়েছে ৬৯ হাজার ৬১৬ টি।

error: দুঃখিত!