৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:০৫
গজারিয়ায় বেতন বোনাসের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
খবরটি শেয়ার করুন:

গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় বকেয়া বেতন ও হাজিরা বোনাসের দাবীতে কাশেম আলী এন্ড সন্স (স্পিনিং) মিলস এর শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার খবর পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, এক মাসের বকেয়া বেতন ও হাজিরা বোনাস না পেয়ে গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে মিলের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে চার শতাধিক শ্রমিক। প্রায় এক ঘন্টা পর পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের অনুরোধে অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ শ্রমিকেরা।

গজারিয়া থানার এসআই মো: দিদারুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগামী সাতদিনের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছে। কারখানার ব্যবস্থাপক মো: হারুন-আর রশিদ মোল্লা জানান, আমরা  কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্বল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান করবো।

error: দুঃখিত!