১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:০০
গজারিয়া’য় নকল সরবরাহকারী অাটক, সাজা
খবরটি শেয়ার করুন:

গজারিয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল করতে সাহায্য করায় মো: সাইফুল ইসলামকে (২৭) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান এ জরিমানা করেন। নকল দিতে সাহায্যকারী সাইফুল ইসলাম বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পরীক্ষার্থীকে বোন বলে দাবী করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কলিমউল্লাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে জেএসসি গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে বোনকে নকল দিতে সাহায্যের অভিযোগে সাইফুল ইসলামের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গজারিয়া থানার এস আই ইলিয়াছ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান পরীক্ষায় নকল দিতে সাহায্যের সময় সাইফুলকে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানা করেন।

error: দুঃখিত!