৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:৩৯
গজারিয়ায় জাল টাকাসহ আটক-১
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেট থেকে জাল টাকাসহ স্থানীয়দের সহযোগিতায় মোবাবর হোসেন(২৮)এক জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

আটক মোবারক বি.বাড়িয়া জেলার কসবা থানার মৃত শাহ্-জাহান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটের বাটার শো-রুমে প্রতারক চক্রের তিন সদস্য জাল টাকা নিয়ে কেনাকাটা করতে আসে। কেনাকাটার পর মূল্য পরিশোধের সময় তারা যে টাকাগুলো দেয় তা সবগুলো জালটাকা বলে নিশ্চিত হয় দোকানদার।জাল টাকার বিষয়ে তাদের জিজ্ঞাসা করলে প্রতারক চক্রের দুই সদস্য দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় দোকানদারদের সহযোগিতায় একজনকে আটক করা হয়।পরে আটককৃতকে জাল টাকাসহ গজারিয়া থানার এসআই ইয়াসিন মুন্সীর কাছে হস্তান্তর করা হয়।

error: দুঃখিত!