মুন্সিগঞ্জের গজারিয়ায় রোববার ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া থানার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: হেদায়তুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খাঁন (তোতা), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান কলিমউল্লাহ, গজারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, গজারিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মোহসিন চৌধুরী গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনগণ।
সভায় বক্তারা সকলের সহযোগিতায় বাল্য বিয়ে, মাদক, সন্ত্রাস ও স্থানীয় শিল্প কারখানার অপসারিত বর্জ্যে পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ে সমন্বিত উদ্যোগে কাজ করার আহ্বান জানান।