১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৪২
খাদ্য ও পানির সংকটে মুন্সীগঞ্জের বানভাসী মানুষ
খবরটি শেয়ার করুন:

পদ্মার পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে রয়েছে হাজার হাজার মানুষ। পানি প্রবাহ এখন কিছুটা কমলেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে।

গত কয়েকদিন ধরে প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি এবং টানা বর্ষণের ফলে দেখা দিয়েছে বন্যা। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে। বন্যার্তদের কাছে এখনও সরকারি-বেসরকারি ত্রাণ পৌঁছেনি। এতে দুর্ভোগ পোহাচ্ছে বন্যার্ত মানুষেরা। এসব এলাকার পানিবন্দি মানুষের মাঝে তীব্র খাদ্য সংকট বিরাজ করছে।

মুন্সীগঞ্জের বন্যার্ত জায়গাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। সাধারন মানুষের সরকারের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করছে। তাদের আশা সরকার তাদের পাশে দাড়ালে তাদের দুর্দশা অনেকটাই লাঘব হবে।

এদিকে জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বন্যা কবলিতদের জন্য সরকারিভাবে তালিকা পাঠানো হলেও এখনো তারা কোনো ত্রাণ সহায়তা হাতে পাননি।

error: দুঃখিত!