শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল সার্ভিসে ব্যাপক-ক্ষতির মুখে। গত চারদিন পর রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সীমিত আকারে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে রাত দেড়টা থেকে গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এতে উভয় পাড়ে দেড় হাজার ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। দেশের এই গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিসে বিপর্যয় চলছে প্রায় গত দু’ সপ্তাহ ধরে। এতে দক্ষিাণঞ্চলের ২১ জেলার মানুষের দুর্গতিও ব্যাপক-ক্ষতির মুখে বিআইডব্লিউটিসির সহ পড়তে হচ্ছে। এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে পড়েছে নেতিবাচক প্রভাব।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপকালে বলেন, নাব্যতা সংকটের কারণে অল্প সংখ্যক যানবাহন নিয়ে হালকা ও মাঝারী ধরণের ফেরিগুলো আপাততঃ চলাচল করছে। তাও চলবে জোয়ারে। খুব তারাতারি এ নৌরুটের জন্য হালকা ধরণের ফেরির ব্যবস্থা করা আছে। যা কিনা ৫ ফুট গভীরতার পানিতে চলাচল করতে পারে।
এদিকে সকল যাত্রী ট্রাক ও বাস চালক এবং মালিকদের এই নৌ নৌরুট এড়িয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ব্যবহারের পরামর্শ দেয়া আছে।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান গত শুক্রবার দুপুরে নৌপথ পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা বৃন্দ বলেন, খুব তাড়াতাড়ি আমারা ড্রেজিংয়ের ব্যবস্থার গতি বাড়িয়ে নদীতে গভীরতা ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। নদীতে গভীরতা ফিরিয়ে আনতে ড্রেজিং চলছে দ্রুত গতিতিত। প্রয়োজনে পদ্মা সেতু কর্তৃপক্ষের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির ড্রেজার দিয়ে মাটি কাটার ব্যবস্থা কর হবে।
মাওয়াস্থ বিআইডব্লিউটিসির, এজিএম এসএম আশিকুজ্জামান জানান গতকাল এ ঘাট থেকে টানা ফেরিগুলো চালু করা হয়। তবে লৌহজং টার্নিংয়ে ড্রেজিংও পদ্মায় কম-পানি থাকার কারনে কাওড়াকান্দি ঘাটে যাওয়া সম্ভব হয়নি ফের শিমুলিয়া ঘাটে ফিরে আসে। প্রতিদিন প্রায় ২৫/২৬ লাখ টাকা শিমুলিয়া (মাওয়া)-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল সার্ভিসের আয়। টানা ৩ দিন ধরে পদ্মায় ড্রেজিংও অব্যাহত পানি হ্রাস, স্রোতের তীব্রতায় অসংখ্য পলিতে এ নৌরুট নাব্যতা সঙ্কট তাতে বর্তমানে আয় নেমে ৪ থেকে ৫ লাখ টাকায় এতে প্রতিদিন ২০লাখ টাকা বিআইডব্লিউটিসির ক্ষতির মুখে পড়তে হচ্ছে এখোনো।
উভয় পাড়ে পর্যাপ্ত যানবাহনের চাপ রয়েছে। নৌরুটের চ্যানেলের লৌহজং টার্নিংয়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা দিয়েছে এক্ষেত্রে জরুরী ভিত্তিতে বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগ আরো একটি ড্রেজার ঘূর্ণাবর্তে পলি জমা স্থানে পলি অপসারণ কাজ শুরু করা জরুরী।