খেলাধুলোয় ভারতের সর্বোচ্চ সম্মান সানিয়া মির্জার পাওয়া প্রায় পাকা। ‘রাজীব খেলরত্ন’ পুরস্কারের জন্য তার নাম চূড়ান্ত করলো নির্বাচক কমিটি। রাজীব খেলরত্ন ও অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাবিত নামের তালিকা নিয়ে আজই এখানে বিশেষ কমিটির সভা হয়। তাতে কমিটি রাজীব খেলরত্নের জন্য বেছেছে সানিয়া মির্জার নাম।
অর্জুন পুরস্কারের জন্য এসেছিল নানা খেলার ৯২ জনের নাম। কমিটি সেখান থেকে বেছেছে ১৫ জনকে। পরে আরও কয়েকটি নাম তালিকায় ঢুকতে পারে। অর্জুনের জন্য কমিটির বাছা তালিকায় রয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা। এছাড়াও আছেন জিতু রাই (শুটিং), দীপা কর্মকার (জিমন্যাস্টিক্স), পি আর শ্রীজেশ (হকি), এম আর পুভাম্মা (অ্যাথলেটিক্স) প্রমুখ। এবার এই তালিকা পাঠানো হবে সরকারি সিলমোহরের জন্য।