২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:২৩
কোহলি-আনুশকার সম্পর্কে ফাঁটল
খবরটি শেয়ার করুন:

ক্রিকেট বিশ্ব কিংবা বলিউড – তাদের মতো আলোচিত জুটি আর নেই বললেই চলে। তবে, শোনা যাচ্ছে, বিরাট কোহলি ও আনুশকা শর্মার সেই সম্পর্কটা নাকি চুকেবুকে যেতে চলেছে। ইনস্টাগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনায় এমনটাই আভাস দিচ্ছে।

বিরাট আর আনুশকা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পরস্পরকে আনফলো করে দিয়েছেন৷ আর তাতেই বিচ্ছেদের সন্দেহ দানা বাঁধছে। যদিও এমনও শোনা যাচ্ছে, বিরাটের  ইনস্টাগ্রামে কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ায় সকলকেই আনফলো করতে বাধ্য হয়েছেন তিনি। আর সেই বাদের তালিকায় অজান্তেই ঢুকে পড়েন প্রেমিকা আনুশকাও।

বিরাট এখন ব্যস্ত ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজে। আর আনুশকাও নিজের আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত। এখনও বিচ্ছেদের বিষয়ে সরাসরি মুখ খোলেননি কেউই।


error: দুঃখিত!