৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর।

গতকাল বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর ও গজারিয়া উপজেলা সংলগ্ন নদীর প্রায় ৫০কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় জব্দ করা হয় নদীতে পেতে রাখা ২০লাখ মিটার কারেন্ট জাল। এসব জালের সাথে উদ্ধার করা হয় ৪০কেজি মা ইলিশ।

অভিযান পরিচালনার সময় নদীতে কোন জেলে ও মাছ ধরার নৌকা না থাকায় নৌকা জব্দ কিংবা জেলে আটক করা যায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।

অভিযানে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটিন্যান্ট শামস্ সাদীকিন নির্নয় সহ স্থানীয় মৎস্য অফিসের কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্য বৃন্দ।

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ বিশেষ অভিযান পরিচালিত হলো। বিগত সময়ের চেয়ে এবছর অভিযানের কারনে ইলিশ শিকার কমেছে। পুরোপুরি নির্মূল করা না গেলেও আমাদের ধারাবাহিক অভিযান চলবে।

জব্দকৃত মাছ পরে এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!