১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
কোনো দল কিনলো না আশরাফুলকে
খবরটি শেয়ার করুন:

মুক্ত হয়েছেন সব ধরনের ক্রিকেটের নিষেধাজ্ঞা থেকে। গেলো আগস্টে এই নিষেধাজ্ঞা উঠে গেলেও জাতীয় দলে ফেরার পথটা মসৃণ হবে না মোহাম্মদ আশরাফুলের। সে পথে এবারের বাধা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। কারণ ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগে এখন পর্যন্ত আশরাফুলকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সদ্য শেষ হওয়া মৌসুমেও তেমন রান আসেনি সাবেক অধিনায়ক আশরাফুলের ব্যাটে। সেই খারাপ পারফম্যান্সই এবার ছিটকে দিলো বিসিএল থেকেও। শনিবার (১৭ নভেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো হওয়া বিসিএলের প্লেয়ার্স ড্রাফটে আশরাফুলকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। জাতীয় ক্রিকেট লিগের সেরা পারফর্মারদের মধ্যে ৮০ জনকে কিনে নেয় লিগে অংশ নেয়া ৪টি দল।

ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোন এই চার দলে মোট ২০ জন করে খেলোয়াড় নেয়া হয়। গত আসর থেকে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার রিটেইন করেছে দলগুলি। গেলো মৌসুমে ইসলামী ব্যাংক ইস্ট জোনে খেললেও এ বছর আশরাফুলকে ছেড়ে দেয় তারা। তবে বিসিএলে সুযোগ না পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলবেন তিনি।

বিসিএলের দলগুলো

ওয়ালটন সেন্ট্রাল জোন: সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শুভাগত হোম, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, নাজমুল হোসেন শান্ত, রবিউল হক, আব্দুল মজিদ, শহীদুল ইসলাম, জাকের আলী, আরাফাত সানী, মোসাদ্দেক হোসেন, সালাউদ্দিন শাকিল, সাইফ হাসান, শরীফউল্লাহ, ইয়াসিন আরাফাত, লিটন দাশ, জাবিদ হোসেন ও তাসকিন আহমেদ।

প্রাইম ব্যাংক সাউথ জোন: তুষার ইমরান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, আল-আমিন হোসেন, কাজী নুরুল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বী, আল-আমিন, নাহিদুল ইসলাম, ফজলে মাহমুদ, মেহেদী হাসান, সাজেদুল ইসলাম, মনির হোসেন, সালমান হোসেন, দেলোয়াড় হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন ও মেহেদী মারুফ।

ইসলামী ব্যাংক ইস্ট জোন: মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, জাকির হাসান, আফিফ হোসেন, ফরহাদ রেজা, রনি তালুকদার, শামসুর রহমান, ইয়াসির আলী, তাসামুল হক, এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান, সাদিকুর রহমান, ইরফান হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও ইমরুল কায়েস।

বিসিবি নর্থ জোন: জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দীক, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, শুভাশিষ রায়, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান, শরীফুল ইসলাম, সাব্বির রহমান, ধীমান ঘোষ, তানবীর হায়দার, সোহাগ গাজী, মোহর শেখ, ইবাদত হোসেন, তানবীর ইসলাম, মুক্তার আলী, আরিফুল হক ও তৌহিদ হৃদয়।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!