মুন্সিগঞ্জ জেলার সর্ববৃহৎ ইউনিয়ন ও সবচেয়ে বড় কোরবানির গরুর হাট পঞ্চসারের বিসিক মাঠের ইজারা এবছর পেয়েছেন স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফার ভাই গোলাম কিবরিয়া।
এ বছর সর্ব্বোচ্চ ১কোটি ১৩লক্ষ টাকা দর দিয়ে তিনি ইজারা পেয়েছেন।
তবে সরকারী ট্যাক্স ও অায়কর মিলিয়ে সর্বমোট ১কোটি ৪৭লক্ষ টাকা সরকারকে দিতে হবে।
এছাড়া গরুর হাট পরিচালনায় অানুসঙ্গিক অারও ৩০লক্ষ টাকা খরচ হবে বলে ধারনা করা হচ্ছে।
রাজধানী ঢাকার পাশে ও নদীপথ ব্যাবহারের সহজলভ্যতা এ হাটকে জনপ্রিয় করে তুলেছে। প্রতিবছর এ হাটের বিষয়ে কৌতুহল থাকে সাধারন মানুষের মধ্যে।