২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩৭
কে এই শিপন পাটোয়ারি?
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৮ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকার খবির পাটোয়ারীর ছেলে শিপন পাটোয়ারী। তার বড় ভাই রিপন পাটোয়ারি মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। দেশের বাইরে কাতারে ও দেশে বিভিন্ন জায়গায় তার ব্যবসা রয়েছে। শিপন পাটোয়ারী মোল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি। তারও কাতারে যাতায়াত রয়েছে। বিভিন্ন ঘটনা ঘটিয়ে তিনি কাতারে গা ঢাকা দেন বলে জনশ্রুতি রয়েছে।

সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাস কেন্দ্রীক মাদক ব্যবসার নিয়ন্ত্রক শিপন পাটোয়ারি মূলত একজন মাদক ব্যবসার বিনিয়োগকারী। তিনি বিনিয়োগ করে পাইকারি দরে মাদক কিনে সেগুলো তার অনুগতদের মাধ্যমে খুচরা পর্যায়ে বিক্রি করেন। এরপর সেগুলো কয়েক হাত পেরিয়ে ঢুকে পড়ে মুন্সিগঞ্জের গ্রামে-গঞ্জে এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা।

শিপন পাটোয়ারি এর আগে আলোচনায় আসেন ২০১৬ সালের মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে। ঐ নির্বাচনে ভোট গ্রহণের দিন মুন্সিগঞ্জ শহরের পিটিআই স্কুলের মোড়ে ভোট কেন্দ্র দখল করতে গিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে বের হয়ে পড়েন শিপন। এরপর সেই ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই ঘটনায় পুলিশ শিপনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি।

সোমবার (৭ অক্টোবর) মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসার সময় স্থানীয় কাতার প্রবাসী ব্যবসায়ী ও মাদক কারবারি ইউসুফ হাসানের সমর্থকদের উপর শিপন পাটোয়ারি ও আমঘাটা এলাকার মৃত রুহুল আমিন ছৈয়াল এর ছেলে জনি (২৫) লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় নারীদেরও বেধড়ক পেটায় শিপন পাটোয়ারির সাথে থাকা লোকজন।

মুন্সিগঞ্জের একমাত্র নারী চেয়ারম্যান যিনি মোল্লাকান্দি ইউনিয়ণ পরিষদ নির্বাচনে রিপন পাটোয়ারির সাথে নির্বাচন করে জিতেছেন মহসিনা হক কল্পনা এই ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন। তার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হামলায় অনেক নারীকে বাঁশ দিয়ে পিটানো হয়েছে। এছাড়া ইউসুফের পরিবারের কাউকে বাদ দেয়া হয়নি মারধর থেকে।’

তিনি বলেন, ‘আমার কোন লোক মারামারি করে নাই, আমরা মাইর খাইছি’

এসব বিষয়ে বক্তব্য জানতে শিপন পাটোয়ারির ফোনে আজ সকাল থেকে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

error: দুঃখিত!