১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০১
Search
Close this search box.
Search
Close this search box.
কৃষকের কাছে সারের দাম বেশি রাখায় জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

কৃষকের কাছ থেকে সারের দাম বেশি রাখায় অভিযান পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।

সোমবার সকাল ১১ টা’র দিকে টংগিবাড়ি উপজেলার টংগিবাড়ি বাজারে এই অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, দুইটি সারের দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে।

তিনি জানান, ইউরিয়া সারের বিক্রয় মূল্য প্রতি কেজি ২২ টাকা করে হলেও কৃষকের কাছ থেকে প্রতি কেজিতে ৬-৮ টাকা বেশি নিচ্ছিল দোকান দুইটি।

এসময় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ কে ৩হাজার টাকা এবং রাজিব এন্ড ব্রাদার্স কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।

error: দুঃখিত!