মুন্সিগঞ্জ, ১৫ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঘন কুয়াশায় পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৩ঘন্টা বন্ধ থাকার পর সকাল নয়টায় ফেরি চলাচল শুরু হয়েছে।
এই নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নদীতে হঠাৎ কুয়াশা পড়ায় ভোর ৬টা থেকে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় ৪টি ফেরি ও শিমুলিয়া ঘাটে আটকে পরে আড়াই শতাধিক পন্য ও যাত্রীবাহী যানবাহন।
বিআইডাব্লিউটিসি সূত্রে জানা যায়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি বহরে মোট ১৭টি ফেরির মধ্যে ২টির ইঞ্জিন মেরামতের কাজ চলছে। বাকি ১৫টি ফেরির মধ্যে মাত্র ৩টি ফেরির ফগলাইট থাকলেও ১২টিরই ফগলাইট নেই। যে ৩টি ফেরিতে ফগলাইট আছে সেগুলোরও অকেজো অবস্থা। এতে বর্তমানে শীতের মৌসুমে নৌরুটটিতে প্রায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।