মুন্সিগঞ্জ, ৬ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রদিবাদ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শনিবার (৫ ডিসেম্বর) মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙনে প্রায় ৫ ঘন্টাব্যাপী স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদের হুমকির প্রতিবাদে এই ‘প্রতিবাদ কর্মসূচি’ পালিত হয়।
এসময় সেখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা জোগ দেন। তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা-ভালোবাসার প্রেক্ষাপট তুলে ধরেন এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার জোড় প্রতিবাদ জানান।
কর্মসূচিতে মুন্সিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আইনজীবি শাহিন আমানুল্লাহ, সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির সহ নেতাকর্মীরা অংশ নেন।