১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৫৪
‘কুচক্রীদের ধলেশ্বরীতে ডুবিয়ে মারতে হবে’- ফয়সাল বিপ্লব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) :

‘উন্নয়নের সুফল মুন্সিগঞ্জ সদরের মানুষ পায় না, তেল পুড়িয়ে মুন্সিগঞ্জের আরেক প্রান্তে আমরা উন্নয়ন দেখতে যাই। সদরে কেন আসেনা দেখতে? কার ব্যর্থতা? পতণশীল রাজনীতির ফসল। অদক্ষ, অযোগ্য-দোকানদার রাজনীতির ফসল। এই রাজনীতিকে ধ্বংস করে, সঠিক রাজনীতিতে আসতে হবে। কুচক্রীদের ধলেশ্বরীতে ডুবিয়ে মারতে হবে। নিজের স্বার্থ নিয়ে যিনি ব্যস্ত, সমাজের নিম্নশ্রেণী থেকে এই উচ্চ শ্রেণীতে আসার পরও যার বোধোদয় হয় না। শয়ণে-স্বপনে জাগরণে শুধু নিজেকে নিয়েই ভাবে। এই পতণশীল দুর্গন্ধময় নেতৃত্বকে আসুন আমরা সকলে মিলে পদদলিত করে এই ধলেশ্বরীতে কবর দেই। এবং দুর্বার আওয়াজ তুলি আমরা মুন্সিগঞ্জে সঠিক নেতৃত্ব, সঠিক জননেতা চাই। যেই জননেতা মুন্সিগঞ্জবাসীকে উন্নত জীবন দিবে।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ পৌরসভার সরকারদলীয় মেয়র ফয়সাল বিপ্লব।

আজ মঙ্গলবার (২০ মার্চ) মুন্সিগঞ্জ সদরের রামপাল ডিগ্রী কলেজ ছাত্রলীগের আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

কর্মসূচিতে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পায়েল ফরাজীর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক মাহমুদুল হাসান লাকুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাষ্টার, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু শেখ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া প্রমুখ।

error: দুঃখিত!