৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
কাল ১২ ঘন্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ সদরের এসব এলাকায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বৈদ্যুতিক লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ২২ মে (বুধবার) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদরের ৬ টি এলাকা বিদ্যুৎহীন থাকতে পারে বলে ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

এলাকাগুলো হলো- পুলিশ লাইনস, ইদ্রাকপুর (আংশিক), সদর উপজেলা পরিষদ এরিয়া, ফায়ার সার্ভিস, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ স্কুল এন্ড কলেজ, নয়াগাঁও (আংশিক), গোসাইবাগ (আংশিক), মুক্তারপুর ফেরীঘাটসহ তৎসংলগ্ন এলাকা।

মুন্সিগঞ্জ সদর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আবহাওয়াজনিত অথবা অন্য কোন বিশেষ প্রয়োজনে উল্লেখিত সময়সূচীর কিছুটা পরিবর্তন হতে পারে। কাজের স্বার্থে যে কোন সময় বিদ্যুৎ লাইন চালু হতে পারে বিধায় বিদ্যুৎ লাইন হতে নিরাপদ দূরত্বে থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।’

error: দুঃখিত!