মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৪, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)
৬২ বছরের পুরোনো মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন কাল শুক্রবার (২৬ জানুয়ারি)। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কের জগধাত্রীপাড়ায় অবস্থিত মুন্সিগঞ্জ প্রেসক্লাব ভবনের সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক আরিফ উল ইসলাম জানান, এবারের নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী হয়েছিলেন। তবে সাহিত্য সম্পাদক পদে নজরুল হাসান ছোটন ও তথ্য প্রযুক্তি ও সম্পাদক পদে আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে আগামীকালের নির্বাচনে ৯ পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ২৯জন।
সভাপতি পদে প্রার্থীরা হলেন- কাজী সাব্বির আহমেদ দীপু, শহীদ ই হাসান তুহিন ও বাছির উদ্দিন জুয়েল। সহ সভাপতি পদে প্রার্থী হয়েছেন- রশীদ আহমদ, মুহাম্মদ মাহবুব আলম বাবু, গুলজার হোসেন, মাসুদুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- সেতু ইসলাম, সুজন হায়দার জনি, মো. ফরিদুল হাসান ফরিদ। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন- সুজন পাইক ও নাদিম হোসাইন। কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ সাইফুর রহমান টিটু ও জুয়েল রানা। সাংগঠনিক সম্পাদক পদে সুমন ইসলাম ও রাজিবুল হাসান জুয়েল। দপ্তর সম্পাদক পদে সাইদুর রহমান টুটুল ও মো. মাসুদ রানা৷ ক্রীড়া সম্পাদক পদে মো. লাবলু মোল্লা ও আরাফাতুজ্জামান বাবু। নির্বাহী সদস্য পদে মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মোজাম্মেল হোসেন সজল, রাসেল মাহমুদ, সোনিয়া হাবিব লাবনী, শেখ মো. শিমুল, শেখ মোহাম্মদ রতন, মোহাম্মদ মাহবুবুর রহমান, ভবতোষ চৌধুরী নুপুর ও চাকলাদার তানজিল হাসান৷
১৯৬২ সালে প্রতিষ্ঠিত মুন্সিগঞ্জ প্রেসক্লাবের গঠণতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করা হয়।