মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন হালদার কে বিজয়ী করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ নভেম্বর) বিকালে কামারখাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টংগীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাফিজ আল আসাদ বারেক, কামারখাড়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম পাঠান (বিপু), সাধারণ সম্পাদক শেখ মতিউর রহমান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন হালদার সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।