১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:০২
করোনা: নারায়ণগঞ্জে আক্রান্তের খবরে মুন্সিগঞ্জে আতঙ্ক-উৎকন্ঠা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পাশের জেলা নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর (৫৫) মৃত্যুতে শহরের দুটি এলাকা লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তি সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকার বাসিন্দা ছিল। এই ঘটনায় ওই ওয়ার্ডের সুচিন্তনগর ও আমবাগান এলাকার প্রায় তিন শতাধিক বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এর আগে করোনায় বন্দর উপজেলায় আরেক (৫০) বৃদ্ধার মৃত্যু হয়।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৫৫) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

এদিকে, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও আরও বেশ কয়েকজনের আক্রান্তের খবরে মুন্সিগঞ্জে সাধারণ মানুষ সহ সর্বস্তরে আতঙ্ক-উৎকন্ঠা বিরাজ করছে।

রবিবার (৫ এপ্রিল) মুন্সিগঞ্জের সর্বত্র আলোচনার বিষয় ছিলো নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত নিয়ে।

সোশ্যাল মিডিয়া ফেইসবুকে মুন্সিগঞ্জের জনপ্রিয় কমিউনিটি গ্রুপগুলোতেও এ নিয়ে দিনভর আলোচনা হয়।

বেশিরভাগ নেটিজনরা দাবি তুলছেন, নারায়ণগঞ্জের সাথে মুন্সিগঞ্জের সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা যাতে অচল করে দেয়া হয়। যাতে নারায়ণগঞ্জ থেকে কেউ মুন্সিগঞ্জে ঢুকতে না পারে। আর মুন্সিগঞ্জ থেকে কেউ যাতে নারায়ণগঞ্জে না যেতে পারে।

এদিকে, মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রবিবার প্রশাসনকে আগের তুলনায় সরব দেখা গেছে। বিভিন্ন পাড়া-মহল্লায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিংয়ের পাশাপাশি সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছে প্রশাসন।

error: দুঃখিত!