মুন্সিগঞ্জ, ১৯ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। গত শনিবার (১৯ জুন) থেকে শুধুমাত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার জন্য এ টিকা দেয়া হচ্ছে।
মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সারাদেশে ৫ লাখ লোককে এ দফায় টিকা দেয়া হবে। মুন্সিগঞ্জ সদর উপজেলায় পূর্বে যারা রেজিষ্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা নেননি তারা টিকা নিতে পারবেন। নতুন করে কেউ টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন না।
সিভিল সার্জন জানান, মুন্সিগঞ্জের অন্য উপজেলাগুলোতে পরবর্তীতে টিকা আসা সাপেক্ষে টিকা দেয়া যাবে। তবে সারাদেশে আপাতত টিকা স্বল্পতা থাকায় টিকা দেয়া সম্ভব হচ্ছে না।
মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ মুন্সিগঞ্জ সদরে টিকা নিয়েছে ২৮ জন। এর মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ১২ জন।। এদিকে আজ মুন্সিগঞ্জ জেলায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ জন। এর মধ্যে সদর উপজেলার ৪ জন, সিরাজদিখান উপজেলার ১ জন ও শ্রীনগর উপজেলার ১ জন। মুন্সিগঞ্জে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯০১ জন। সুস্থ রোগীর সংখ্যা ৫৭৯৭ জন। মৃতের সংখ্যা ৭১ জন। পুরো জেলায় করোনার টিকা নিয়েছেন ৪৭ হাজার ২৬২ জন।