২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৬:৩৯
করোনায় মুন্সিগঞ্জে জনপ্রিয় হয়েছে নিয়াজ মোর্শেদের উদ্যোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ জুলাই, ২০২০, সৌরভ আহম্মেদ (আমার বিক্রমপুর)

করোনা মহামারীর সময় যখন কেউ চাকরী হারা বা কেউ তার দোকানের জন্যে পণ্য সরবরাহ করতে পারছেন না আবার অনেক কারখানা মালিকেরাও তাদের তৈরি পণ্য পরিবহন সংকটের কারনে সাপ্লাই দিতে পারছিলোনা তখন ব্যাতিক্রমধর্মী এক অনলাইন সেবা চালু করেন মুন্সিগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ।

‘পাইকারি পয়েন্ট’ নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে শুরু করেন তার ব্যাতিক্রমধর্মী উদ্যোগ এবং ই-সেবার মাধ্যমে সারা দেশে ছরিয়ে দিচ্ছেন সেই পন্য গুলো।

এ বিষয়ে তরুণ উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ ‘আমার বিক্রমপুর’ কে বলেন, মুন্সিগঞ্জের আনাচে কানাচে ঘরে-ঘরে তৈরি পোশাক কারখানাগুলো করোনা মহামারীতে তাদের পণ্য বিক্রি করতে পারছিলেন না তাই তিনি বাংলাদেশের প্রতিটা জেলায় দোকান মালিকদের কাছে এই পন্য গুলো পৌঁছে দিতে এই উদ্যোগ নেন।

তার সাথে কথোপকথন চলাকালে জানা যায়, শুধু সারা দেশের দোকান মালিকেরাই নয় করোনার সময়ে ই-কমার্সের যে বিপ্লব ঘটেছে অনেক অনলাইন শপের থেকে প্রচুর সারা পাচ্ছেন তিনি। বাংলাদেশের প্রতিটি তরুণ কে চাকুরির আশায় না থেকে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

error: দুঃখিত!