মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেন (৪৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গুরুতর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে রাতে তার লাশ মুন্সিগঞ্জ পৌরসভার পাঁচঘড়িয়াকান্দি এলাকায় তার বাসায় নিয়ে আসা হয়।
পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার (১ সেপ্টেম্বর) বাদ যোহর পাঁচঘড়িয়াকান্দি বালুর মাঠে তার জানাজা নামায অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এছাড়া তার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সহকর্মীরাও শোক জানিয়েছেন।