মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস এবং তার সহধর্মিণী নিলিমা দাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে পঞ্চসার ইউনিয়ন যুব মহিলা লীগ।
শুক্রবার (৪ ডিসেম্বর) পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চসার ইউনিয়ন যুব মহিলা লীগ নেত্রী আখি বেগমের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপি, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন ঢালী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রিপন ঢালী, আওয়ামী লীগ নেতা বাবুল ঢালী, ছাত্রলীগ নেতা আরিয়ান আহমেদ হৃদয়, ছাত্রলীগ নেতা জোবায়ের হাসান রাব্বি প্রমুখ।