মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস এবং তার সহধর্মিণী নিলিমা দাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগ।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে মুন্সিগঞ্জ পৌরসভার শ্রীপল্লী এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপির নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু সদর উপজেলা যুব মহিলা লীগ এর আহবায়ক জিয়াসমিন আক্তার, যুগ্ম-আহবায়ক রিমা আক্তার, গজারিয়া উপজেলা মহিলা লীগের আহবায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমান,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন, পৌর কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ।