১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:০০
করোনায় আক্রান্ত দুই এমপির জন্য দোয়া চাইলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনাভাইরাসে সংক্রমিত মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার সহধর্মীনীর সুস্থতা কামনায় ‘দোয়া ও মিলাদ মাহফিল’ এর আয়োজন করেছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয়ে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, কাউন্সিলর সুলতান বেপারী, মহিলা কাউন্সিলর হোসনে আরা, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর শহীদুল ইসলাম সহ মুন্সিগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।

error: দুঃখিত!