১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:০১
করোনার ভ্যাকসিন মুন্সিগঞ্জে যারা আগে পাবেন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

করোনাভাইরাসের ভ্যাকসিন আগামী ১৫ জানুয়ারির পর থেকে দেশে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই ভ্যাকসিন পাঠানো হবে। তবে শুরু থেকেই করোনার উচ্চঝুকিতে থাকা মুন্সিগঞ্জে করোনাভাইরাসের ভ্যাকসিন পাঠানো হবে প্রথম ধাপেই।

মুন্সিগঞ্জে করোনাভাইরাসের ভ্যাকসিন পৌছানোর পরে কাদের অগ্রাধিকার দেয়া হবে তা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘স্বাস্থ্য বিভাগের কর্মী ও বিশেষ করে যারা চিকিৎসা পেশার সাথে জড়িত তারাই আগে ভ্যাকসিন পাবে। এরপর পুলিশ-প্রশাসন, সাংবাদিক, সরকারি কর্মকর্তা তথা যারা ফ্রন্টলাইনের করোনা যোদ্ধা তারাই আগে পাবে।’

তিনি বলেন, ‘যদিও দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন এখনো আসেনি। তবে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে মুন্সিগঞ্জে প্রথম ধাপেই ভ্যাকসিন আসবে।’

এদিকে, গতকাল স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আমরা আশা করছি ১৫ জানুয়ারি পর আমরা এই ভ্যাকসিন পাব। এর আগে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। আমাদের ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনের বিষয়টিও আছে। আমরা আশা করছি, শিগগিরই আমরা এটি পাব।

জানা গেছে, এই চুক্তির অধীনে জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

error: দুঃখিত!