১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:১০
করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৭৫ জন সহ মোট ২০৫৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গতকাল আরও ৭৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২০৫৫ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ গতকাল সোমবার (২৯ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩৫ জন, টংগিবাড়ী উপজেলার ১১ জন, সিরাজদিখান উপজেলার ৩ জন, লৌহজং উপজেলার ১২ জন, শ্রীনগর উপজেলার ৪ জন ও গজারিয়া উপজেলার ১০ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ২৯ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৮৭৩২৪২০০
গজারিয়া২১২৭৮
টংগিবাড়ী১৯১৫৪
লৌহজং২৭৯১১২
সিরাজদিখান৩১২১৮০
শ্রীনগর১৮৮৭৫
 সর্বমোট- ২০৫৫সর্বমোট- ৪৯সর্বমোট- ৬৯৯
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে গতকাল পর্যন্ত (২৯ জুন) ১০১২৮ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৬৮৫ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২০৫৫, মৃত ৪৯, সুস্থ ৬৯৯ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪৪৩ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!