মুন্সিগঞ্জ, ২৬ মে ২০২৪, আমার বিক্রমপুর (আমার বিক্রমপুর)
পূর্ব ঘোষণা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার ফলের পর আজ (২৬ মে) সকাল ১০ টা থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা।
কিন্তু বেলা সাড়ে ১১ টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) ঢুকতে পারেনি সারাদেশের কোন ব্যবহারকারী। এতে থমকে আছে ভর্তি আবেদন কার্যক্রম।
সারাদেশের কয়েক লাখ শিক্ষার্থী অপেক্ষায় আছে ভর্তির আবেদন কার্যক্রমে অংশ নেয়ার।
বেলা ১১ টা ১৫ মিনিটের দিকে এ বিষয়ে আমার বিক্রমপুর এর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, ‘আমাদের নির্ধারিত ওয়েবসাইটে ত্রুটি দেখা দিয়েছে। আশা করছি দুপুর ৩ টার মধ্যে সমস্যা ঠিক হয়ে যাবে। ৩ টার পর সকলকে আবার চেষ্টা করার অনুরোধ রইলো।’