মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সংসদ সদস্য নির্বাচিত হলে নড়াইলের মধুমতি সেতুর আদলে মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরের সাথে মোল্লারচর এলাকার সংযোগ স্থাপনের উদ্দেশ্যে কংক্রিট-স্টিলের সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব।
মধুমতি সেতু ছয়লেনের হলেও মোল্লারচরের এই সেতুটি হবে দুই লেনের। বাস্তবায়িত হলে, মোল্লারচর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। সেতুটির দৈর্ঘ্য হতে পারে প্রায় দেড়শো মিটার। এটি দিয়ে বাস-ট্রাকের মত ভারী যানবাহনও চলাচল করতে পারবে।
বুধবার রাতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিজ বাসভবনে একান্ত আলোচনায় এমন ভাবনার কথা জানান ফয়সাল বিপ্লব।
এসময় প্রেসক্লাব সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।