২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:৩৫
এমপি নির্বাচিত হওয়ায় কাল ফয়সাল বিপ্লবকে সংবর্ধনা দেবে মুন্সিগঞ্জ পৌরসভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ৩ (সদর-গজারিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে কাল শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় নাগরিক সংবর্ধনা দেবে মুন্সিগঞ্জ পৌরসভা।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের সামনে মঞ্চ নির্মাণ করা হয়েছে। এছাড়া সংবর্ধনা শেষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। সভাপতিত্ব করবেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু।

ঢাকা মহানগর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি শুরু ফয়সাল বিপ্লবের। এরপর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ছিলেন যুবলীগের নানক-আজম কমিটির সদস্য। পরে স্বেচ্ছাসেবক লীগের (নাছিম-পঙ্কজ) কমিটির সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হন মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

নৌকা মার্কা নিয়ে নির্বাচিত মুন্সিগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ফয়সাল বিপ্লব পৌরসভার মধ্যকোটগাঁও এলাকার বাসিন্দা। তার পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত মোহাম্মদ মহিউদ্দিন দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ ফয়সাল বিপ্লব আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় মেয়াদে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আইন অনুযায়ী গেল ২৮ নভেম্বর মেয়র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তিনি।

প্রথমে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে আওয়ামী লীগ এখানে মৃণাল কান্তি দাসকে প্রার্থী দিলে স্বতন্ত্র প্রার্থী হন ফয়সাল। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ‘কাঁচি’ প্রতীক পান তিনি। এরপর ৭ জানুয়ারি নির্বাচনে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

error: দুঃখিত!