মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনার ঘটলো।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭ টা’র দিকে ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের ‘ওয়ান-বি’ স্প্যানে এ ধাক্কা লাগে। এতে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের’ মাস্তুল ভেঙে যায়। তবে স্প্যানের কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া যাচ্ছিলো।
এর আগে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। তবে সরাসরি স্প্যানে ধাক্কার ঘটনা এটাই প্রথম। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করা হয়। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।