মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ‘বিপদ ঘোষ’ ও ‘আলদির মাঠা’র পর এবার ‘উত্তম ঘোষের মাঠা’ উৎপাদনের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা’র দিকে সদর উপজেলার মাকহাটি এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, উত্তম ঘোষ মূলত আলদি এবং কাচারিতে প্রতিদিন মাঠা বিক্রি করেন। তার ফ্যক্টরিতে মনিটরিং কালে দেখা যায় যে, অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করা হচ্ছে। মাঠার ড্রাম উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে, ময়লা ও পোকা মাঠার ড্রামে পড়ছে। নিষিদ্ধ উপাদান সোডিয়াম সাইক্লোমেট বা ঘনচিনি ও ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং মাঠাতে মিশানো হচ্ছে। মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমান, সর্বোচ্চ খুচরা মূল্য কিছুই উল্লেখ করা হচ্ছে না।
প্রায় দশ বছর ধরে খাদ্যদ্রব্য উৎপাদন করলেও তিনি কোন প্রকার লাইসেন্স গ্রহণ করেননি। এসময় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়।