১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৩১
এগারো লাখ টাকার সামগ্রী নিয়ে আটক অভিনেত্রী উর্বাশী
খবরটি শেয়ার করুন:

দুবাই থেকে ফিরছিলেন অভিনেত্রী উর্বাশী রোতেলা। তার কাছে ছিল প্রায় আট লাখ টাকার হীরে ও সোনার গহনা৷ এছাড়া অন্যান্য মূল্যবান সামগ্রীও ছিল প্রায় সাড়ে তিন লাখ টাকার৷ কিন্তু এ কথা ঘোষণা করেননি তিনি৷ খবর পেয়ে মুম্বাই বিমানবন্দরেই এই অভিনেত্রীকে আটক করেন কাস্টম অফিসাররা৷এই নিয়ে দ্বিতীয়বার কাস্টম আটক করল তাকে৷

মাস তিনেক আগেও একই অভিযোগে কাস্টম অফিসাররা তাকে আটক করেছিল৷ তখন জরিমানাও হয় তার৷
কাস্টম অফিস সূত্রে জানানো হয়েছে, এই মডেল অভিনেত্রী যে শুধু বেআইনি কাজ করছেন তাই নয়, অফিসারদের সঙ্গে তিনি ভালো ব্যবহারও করেননি৷

কেন বারবার একই অভিযোগ উঠছে এই অভিনেত্রীর বিরুদ্ধে, তা খতিয়ে দেখতে কাস্টমের তরফ থেকে তদন্ত করা হচ্ছে৷ দেখা গিয়েছে, দু’বারই খুব অল্পদিনের জন্য দুবাইয়ে গিয়েছিলেন তিনি৷ ফেরার পথে দু’বারই তার থেকে মিলল প্রচুর টাকার সামগ্রী৷ কোনও বড়সড় স্মাগলিং চক্রের সঙ্গে এই অভিনেত্রী জড়িত কি না, তা জানতে পূর্নাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কাস্টম অফিসাররা৷

error: দুঃখিত!