মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
৮ বছর পর মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের কথা শোনা গেলেও আপাতত মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজম আমার বিক্রমপুর-কে জানান, ‘জাতীয় সম্মেলনের আগে মুন্সিগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। জাতীয় সম্মেলনের পরে যাবে। আমার ঢাকা বিভাগের ১৭টা জেলা। এর মধ্যে ৩টা জেলা মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও মাদারীপুর এর কিছু সাংগঠনিক কাজ বাকি আছে। জাতীয় সম্মেলনের পরে এই জেলাগুলোর সম্মেলন আয়োজন করা হবে।’
এর আগে গত ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়ে এক বক্তব্যে মির্জা আজম ১১ নভেম্বরের মধ্যে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আভাস দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। সেই সম্মেলনে সভাপতি পদে মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান প্রতিদ্বন্দীতা ছাড়া নির্বাচিত হন।
আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।